মনুনদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ এপ্রিল:
কৈলাসহরের বিভিন্ন এলাকায় মনুনদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও কৈলাসহর মহকুমার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সহ ফুলতলী, জারুলতলী, ছনতৈল এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় গোটা এলাকায় প্রায় সাত হাজার মানুষ আতংকে রয়েছেন। খুব শীঘ্রই বাঁধ সংস্কারের কাজ করা না হলে আসন্ন বর্ষায় সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন হবে বলে এলাকাবাসীর অভিমত।

উল্লেখ্য, সাম্প্রতিককালে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবী রুদ্র পাল এবং উপপ্রধান সঞ্জয় দেবরায়ের নেতৃত্বে পঞ্চায়েত সদস্যরা বাঁধ সংস্কারের ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়ের দারস্থ হলে মন্ত্রীর নির্দেশে পঞ্চায়েতের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমা, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার কাছে এক মেমোরেন্ডাম প্রদান করেন। পঞ্চায়েতের পক্ষ থেকে মেমোরেন্ডাম পাওয়ার পর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার নেতৃত্বে আধিকারিক টিম তেসরা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে এসে মনু নদীর পাড়ের বাঁধ সরজমিনে দেখেন এবং মাপঝোঁক করেন।

এব্যাপারে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সঞ্জয় দেবরায় আরও জানান যে, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও বাজারের পূর্ব অংশ থেকে বরইতলী এলাকার সুইস গেইট অব্দি পাঁচ কিলোমিটার বাঁধ নতুন করে মেরামত করা হবে। তাছাড়া বর্তমানে বাঁধ যে উচ্চতায় রয়েছে তা পাঁচ ফুট বাড়ানো হবে এবং বাঁধের যে প্রসস্থ রয়েছে তা ছয় মিটার বাড়ানো হবে। বাঁধ নতুন করে মেরামত না করা হলে গোটা এলাকার মানুষ আতংকে ভুগছেন।

কেননা, ২০১৮সালে এবং ২০২৩সালে কৈলাসহরে যে ভয়াবহ বন্যা কৈলাসহরের মহকুমা বাসীরা দেখেছে তা আজও ভুলতে পারেনি। উল্লেখ্য ১৯৭৮সালে বাঁধ নির্মানের পর দীর্ঘদিন বামেরা রাজ্য শাসনে থাকার পরও বাঁধ সংস্কার করেনি। দীর্ঘদিন বাঁধ সংস্কার না করার ফলেই বীরচন্দ্রনগর সহ পাশ্ববর্তী গ্রাম গুলোর মনু নদীর পাড়ের বাঁধ বিপদজনক হয়ে পড়েছে বলেও জানান উপ প্রধান সঞ্জয় দেবরায়। অবশেষে ২০২৩সালে কৈলাসহর মহকুমার চন্ডীপুর বিধানসভা থেকে টিংকু রায় বিধায়ক নির্বাচিত হবার পর উনার উদ্যোগে এবং নির্দেশেই বাঁধ মেরামত হবে বলে জানান উপ প্রধান সঞ্জয় দেবরায়। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সহ পাশ্ববর্তী গ্রামে মনু নদীর পাড়ের বাঁধের মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবার খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা সাধুবাদ জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *