একই দিনে সোনামুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, ২ এপ্রিল : মঙ্গলবার পৃথক দুই ঘটনায় দুষ্কৃতীদের রোষানলের শিকার হয়েছেন সোনামুড়া মহকুমার দুই কর্মরত সাংবাদিক। শুধুমাত্র দুর্ব্যবহার বা গালিগালাজ নয়, দু’জনকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত দুই সাংবাদিক।

প্রথম ঘটনা ঘটে মেলাঘরের ঠাকুরপাড়া চৌমুহনী এলাকায়। স্থানীয় প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদ পত্রিকার এজেন্ট সঞ্জয় আচার্যী প্রতিদিনের মতো সংবাদপত্র বিতরণ করছিলেন। এসময় হিম্মতপুর এলাকার বাসিন্দা কান্তি সরকার তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করতে থাকেন এবং তার পরিচয় জানতে চান। সাংবাদিক সঞ্জয় আচার্যী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলে অভিযুক্ত কান্তি সরকার তার পিছু ধাওয়া করেন এবং তার পক্ষে একটি সংবাদ প্রচারের দাবি জানান। কিন্তু দায়িত্বের বাইরে থাকা সংবাদ প্রচার করতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্য রাস্তায় সঞ্জয় আচার্যীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সঞ্জয় আচার্যীর দাবি, প্রায় দেড় দশক আগে আম্রপল্লী বাগানের নাম করে সরকারি সাহায্য নিয়ে অবৈধভাবে রাবার বাগান তৈরির বিষয়টি সংবাদপত্রে প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই অভিযুক্ত কান্তি সরকার বিভিন্ন সময় তাকে দেখে দুর্ব্যবহার করতেন। কিন্তু এবার বিষয়টি প্রাণনাশের হুমকিতে গড়ায়। ঘটনার বিবরণ জানিয়ে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সঞ্জয় আচার্যী। অভিযোগ পাওয়ার পর থানার ওসি দেবাশীষ সাহা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

একই দিনে আরেকটি হামলার ঘটনা ঘটে কলমচৌড়া এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলমচৌড়া চৌমুহনী এলাকায় গাঁজা চাষীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে দুষ্কৃতীদের রোষানলে পড়েন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক প্রভাত ঘোষ। অভিযোগ, স্থানীয় গাঁজা চাষী জামসেদ মিয়া তাকে প্রাণনাশের হুমকি দেন এবং মারধরের চেষ্টা করেন। স্থানীয়দের হস্তক্ষেপে সাংবাদিক প্রভাত ঘোষ রক্ষা পান এবং পরবর্তীতে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

একই দিনে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক মহল। ঘটনাগুলোর নিন্দা জানিয়ে সোনামুড়া প্রেস ক্লাব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যেও এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *