নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ এপ্রিল:
দক্ষিন জেলার শান্তিরবাজার, বিলোনীয়া, রাজনগর, কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। বুধবার দুপুর দুইটায় বিলোনীয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান তিনটি বিধানসভার ব্লক কংগ্রেস নেতৃত্বের সাথে মিলিত হয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে বিলোনিয়া কংগ্রেস ভবনে।
গত ২৭ শে মার্চ দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কার্যালয়ে ৩৬৪ জন সভাপতিদের নিয়ে সভা হয়। সে সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মূলত কংগ্রেস দলকে ঢেলে সাজানোর জন্য প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে বুথ কংগ্রেস পর্যন্ত কমিটির পুনর্গঠন এবং প্রতিটি ব্লকে মন্ডল কমিটি, বুথ কমিটি, এবং বিএলএ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বুথ চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে দুমাস ব্যাপী কর্মসূচি চলছে বিভিন্ন ব্লকে ব্লকে শান্তিরবাজার বিলোনীয়া রাজনগর। ব্লকে কর্মসূচি আগামী দিন ব্যাপকভাবে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেন।
আগামী ৮ ও ৯ ই এপ্রিল গুজরাটের আমেদাবাদে সর্বভারতীয় প্লেনারী সংগঠিত হবে ২৫ তম এই প্লেনারী। ব্লক ভিত্তিক ব্যাপক ভাবে কর্মসূচী সংগঠিত করা,পাশাপাশি রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য,সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দলকে দায়িত্ব শিল বিরোধী হিসাবে মাঠে অবতীর্ণ করার জন্য এই সাংগঠনিক পরিক্রমা বলে বিলোনীয়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।বিলোনীয়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা দক্ষিণ জেলা ব্লক কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, দক্ষিণ জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা।