নেশাবিরোধী অভিযানে ফের সাফল্য রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকজনেরা

আগরতলা, ২ এপ্রিল: রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়ে পরছে শান্তির বাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিকে নেশাকারবারীদের সমস্ত বিবরন জানানোর পরেও নেশাবিরোধী অভিযানে তিনি অনিহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশাবিরোধী অভিযানে নামেন।

এলাকার স্থানীয় লোকজনেরা একজোটহয়ে নেশাবিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন। কমিটির নামাকরন করা হয় মহিলা একসান কমিটি। এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশকিছু নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় লোকজনেরা। এরই মধ্যে বুধবার বীরচন্দ্র নগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়ীতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এই অভিযানে প্রচুর পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করাহয়। নেশাসেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর নেশাকারবারীদের কাছ থেকে নেশাসামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা। এই সকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ঘটনার সাথে জরিতদের আটক করতে অক্ষম পুলিশ।

পুলিশের এই ধরনের কার্যকলাপে দিনির পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা। সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার পরিবর্তে অন্য একজন সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়েআসাহোক। যাতে করে রাজ্য সরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীতকরে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যায়। এখন দেখারবিষয় রাজ্যসরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এইবিষয়ে কিপ্রকার পদক্ষেপগ্রহনকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *