কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গন্ডাছড়ায়

আগরতলা, ২ এপ্রিল: পাঁচ মাসের বকেয়া রেগার মজুরি প্রদানের দাবিতে ডুম্বুর নগর আরডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন
কংগ্রেস এবং যুব কংগ্রেস। ডেপুটেশন প্রদান করার পূর্বে যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিনের মিছিলটি মহকুমা সদর এলাকা পরিক্রমা করে ডুম্বুর নগর আরডি ব্লকে প্রবেশের পথে পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। ওই ডেপুটেশন প্রদানকে ঘিরপ পুলিশ এবং কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল।

আজ গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি, গঙ্গানগর, ডুম্বুর নগর আর ডি ব্লকের পাঁচ মাসের বকেয়া রেগার মজুরি প্রদানের দাবিতে ৪৪ রাইম্যাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেস এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মহকুমা সদর এলাকা পরিক্রমা করে ডুম্বুর নগর আরডি ব্লকে প্রবেশের পথে পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হন কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে একপ্রকার ধস্তাধস্তি হওয়ার পর চার সদস্য এক প্রতিনিধি দল ডুম্বুর নগর আরডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিকের সঙ্গে মিলিত হন এবং ডেপুটেশন প্রদান করেন। পরবর্তী সময়ে দাবী সনদ গুলি তুলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকর নিকট ।

তাদের দাবীগুলি হল, চব্বিশ ঘণ্টার মধ্যে রেগার পাঁচ মাসের বকেয়া মজুরি মিটিয়ে দিতে হবে, রেগার মজুরি বৃদ্ধি করতে হবে ইত্যাদি। তাদের দাবিগুলি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দেন রাইম্যাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমূখ্য নেতৃত্ব স্থানীয় লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *