আগরতলা, ২ এপ্রিল : দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করলো বাধারঘাট বিধানসভা অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নবনির্মিত রাস্তা পেয়ে এলাকার আট থেকে আশি প্রত্যেক নাগরিকের চোখে মুখে উচ্ছাস।
প্রসঙ্গত, ১৯৯২ সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত করেছিলেন বাধারঘাট এলাকার জনপ্রিয় বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকার।
আজ ওই রাস্তা পুনরায় মেরামত করে পিচ করে দিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের ছোট বোন মিনারানী সরকার। বিধায়িকা পরিদর্শনে গেলে এলাকার মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন। রাস্তা মেরামত করে দেওয়ায় এলাকার জনগণ এতটাই উচ্ছ্বাসিত হন যে বিধায়িকা পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং বিধায়িকা ও আবেগপ্রবণ হয়ে পড়েন।