আগরতলা, ৩১ মার্চ: আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে মাত্র ১০ টাকা মূল্যে রোগীদের পরিবারের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা চালু করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ পদক্ষেপ। সারা রাজ্য থেকে অনেক রোগী এজিএমসি ও জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য আসেন। আর শুধু রোগীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও তাদের সাথে থাকেন এবং চিকিৎসার জন্য অপেক্ষা করেন। তবে তারা প্রায়শই খাদ্য-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হন। এই চিন্তাভাবনাকে মাথায় রেখে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের সহায়তায় আমরা রোগীর পরিবারের সদস্যদের জন্য দুপুরের খাবার মাত্র ১০ টাকার বিনিময়ে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এই স্বল্পমূল্যে ভাত, সবজি, ডিমের তরকারী এবং ডাল পাওয়া যাবে। মাত্র ১০ টাকায় এই ধরণের খাবার পাওয়া একপ্রকার অসম্ভব। আমি এই অসাধারণ উদ্যোগ সম্ভব করার সাথে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা জনগণের সুবিধার জন্য এধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার মানুষের জন্য একটি শেল্টার হাউজ (আশ্রয় কেন্দ্র) নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে।আমরা মানুষের কল্যাণের জন্য একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিচ্ছি।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি এই উষ্ণ আবহাওয়ায় সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব তুলে ধরেছেন। সেই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এই আবহাওয়ায় প্রত্যেককে সতর্ক থাকতে হবে। গত বছর যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, আমরা স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছি। তবে এবার পরিস্থিতি এখনও সেই স্তরে পৌঁছায় নি। আমরা এর উপর নিবিড়ভাবে নজর রাখছি। বিশেষ করে এই গরম আবহাওয়ায় শিশুদের যত্নে কী করবেন এবং কী করবেন না সে সম্পর্কে চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপার ডাঃ কনক চৌধুরী সহ অন্যান্যরা।