চৈত্র মেলাকে কেন্দ্র করে ৭২১জন ব্যবসায়ীকে অস্থায়ী ভিটি প্রদান পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলছে চৈত্রমেলা। তাকে সামনে রেখে আজ আগরতলার শকুন্তলা রোড ,ওরিয়েন্ট চৌমুহনি এবং শিশু উদ্যানের পুকুর পাড়ে মোট ৭২১ জনকে অস্থায়ী ভিটি প্রদান করা হচ্ছে। এসব এলাকায় আগরতলা পুর নিগমের তরফ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও আগরতলা শহরে চৈত্র মাসে অর্থাৎ পহেলা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রিডাকশন সেলের জন্য অস্থায়ী দোকান খোলার ব্যবস্থা করে দিচ্ছে আগরতলা পুর নিগম।

শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশু উদ্যানের পুকুর পাড়ে এসব অস্থায়ী দোকান বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে শনিবার সকাল থেকে এসব এলাকায় ৭২১ জন ব্যবসায়ীকে অস্থায়ী ভীতি প্রদানের লক্ষ্যে স্থান নির্ধারণ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। আবেদনের ভিত্তিতে এই অস্থায়ী ভিট প্রদান করা হচ্ছে। তবে পুরনিগমের তরফ থেকে এইসব ক্ষুদ্র ব্যবসায়িক কাজ থেকে কোন ধরনের কর আদায় করা হবে না। চৈত্র মাসে যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে কিছু সঞ্চয় করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই আগরতলা পুরো নিগম আবেদনের ভিত্তিতে ভিটি প্রদানের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *