আগরতলা, ২৮ মার্চ : ৯১৯ টি খাস সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারের রয়েছে। আজ ত্রিপুরা বিধানসভায় বিধায়ক বিরজিৎ সিনহার দৃষ্টি আকর্ষণী প্রশ্নের জাবানে এমনটাই জানিয়েছে সংখ্যালঘু কল্যাণ দপ্তর।
ত্রিপুরা ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী ত্রিপুরায় ওয়াকফ সম্পত্তির সংখ্যা হল ১৮৯৯ টি। এই ওয়াকফ সম্পত্তির মধ্যে ৯৮০ টি সম্পত্তি ওয়াকফের নামে বা মোতাওয়ালির নামে নথিভুক্ত আছে এবং বাকি ৯১৯ টি সম্পত্তি খাস খতিয়ানে নতিভুক্ত আছে এবং খাস খতিয়ানের মন্তব্যের কলমে লিখা রয়েছে মুসলিম জনসাধারনের ব্যবহায্য। ১৮৯৯ টি ওয়াকফ সম্পত্তির শ্রেণী বিন্যাস হল:- মসজিদ- ৬০২ টি, কবরস্থান- ৯২০ টি, ইদগাহ- ৫৫ টি, দরগাহ- ৫টি, পিরস্থান- ৪৭ টি, মকতব/মাদ্রাসা- ৫৭ টি, অন্নান্য (জমি, পুকুর)- ২১৩ টি।
তাছাড়া, ১৯৬০ সনের আরম্ভ হওয়া জরিপে এবং ১৯৮০ সনের পুনঃ জরিপে উপরিউক্ত ৯১৯ টি সম্পত্তি খাস খতিয়ানে নথিভুক্ত করা হয়েছে। তৎকালিন সময়ে সরকার সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি। উপরিউক্ত ৯১৯ টি সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারের রয়েছে।
কোন ওয়াকফ সম্পত্তি বেআইনী ভাবে দখলের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড প্রশাসনের মাধ্যমে দখল কৃত সম্পত্তি বেআইনী দখলদারকে ত্রিপুরা ভুমি রাজস্ব আইন এবং অন্যান্য প্রচলিত আইনের দ্বারা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।