জম্মু, ২৮ মার্চ (হি.স.) : জম্মুর রিয়াসি জেলার এক জঙ্গলে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ দল ওই জঙ্গলে অভিযান চালাচ্ছে। ঘন বনাঞ্চল চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আসন্ন নবরাত্রি উৎসবের আগে যেকোনও সম্ভাব্য নাশকতা রুখতে এই অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, রিয়াসি জেলাতেই মা বৈষ্ণো দেবীর মন্দির অবস্থিত।
2025-03-28