বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন: মুখ্য সচেতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
বর্তমানে জাত ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা ইতিমধ্যেই বাজেট অধিবেশন বয়কট করেছে। শুক্রবার ফের জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে খণ্ডন করে স্পস্টিকরণ দিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়। তিনি বলেন, বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন বক্তব্য নিয়ে বিধায়িকা কল্যাণী রায় বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে বিধায়িকার বক্তব্যকে খন্ডন করেন বিরোধী দলের নেতা। এর পরিপ্রেক্ষিতে আজ পুনরায় বিধায়িকা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। বিরোধী দলনেতার বক্তব্যগুলিকে অসত্য বলে অভিযোগ করেন বিধায়িকা।

এদিন তিনি বলেন, মুখ্য সচেতকের গাড়ি চড়বেন না বিরোধী দল নেতা, স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে বিধায়িকাকে অপমান করেছেন বিরোধী দলনেতা। এছাড়াও তিনি বলেন মুখ্য সচেতকের জন্য যে গাড়ি বরাদ্দ রয়েছে সেই গাড়িতেই চরেন তিনি। বিরোধী দলনেতা গাড়ি দাবি করার পর ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষ গাড়ি বিরোধী দলনে তাকে বরাদ্ধ করেছিলেন। ফলে গাড়ি নিয়ে যে মন্তব্যগুলো করেছেন বিরোধী দলনেতা সেগুলোর কোন ভিত্তি নেই বলে দাবি বিধায়িকার। এছাড়াও জিতেন্দ্র চৌধুরী অবৈধভাবে কোন জিনিস নেননি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন। এই উত্তরকে খন্ডন করে বিধায়িকা বলেন তিনি নিজ বক্তব্য কখনো উল্লেখ করেননি তিনি অবৈধভাবে কিছু নিয়েছেন। বিরোধীদের কিভাবে এই সরকার সম্মান দিচ্ছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন বিধায়িকা। বিরোধীদের গণতন্ত্র হরনের প্রশ্ন কেও খণ্ডন করেন বিধায়িকা। উনি বলেন বর্তমান আমলে বিরোধীদের যোগ্য সম্মান দেওয়া হয়। তাদের প্রাপ্যটা তাদের কাছে তুলে দেওয়া হয়। কিন্তু আগে বিরোধীদের বেছে বেছে শুধুমাত্র খারাপ জিনিসটাই দেওয়া হত। তাই বর্তমানে বিরোধীদের তাদের প্রাপ্য মর্যাদা দিচ্ছে সরকার। বিরোধী দলনেতা যে বক্তব্যগুলিতে তুলছেন সেগুলি সম্পূর্ণই অসত্য বলে দাবি করলেন মুখ্য সচেতক কল্যাণী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *