নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
রাজ্যে মুরগির ফার্মে ব্লাড ফ্লু – এর আতঙ্ক লক্ষ্য করা গেছে। বিগত কিছু দিনে গান্ধীগ্রাম ফার্মে প্রায় ৫০ শতাংশ মুরগি মারা গেছে। আজ বিধানসভায় এই তথ্য জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন।
এদিকে সুদীপ রায় বর্মনের কথার সত্যতা স্বীকার করেছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন এ ধরনের বিষয়টি গান্ধীগ্রাম ফার্মে লক্ষ্য করা গেছে। সেটি ব্লাড ফ্লু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দপ্তর নিয়মিত বিষয়টি নজরদারিতে রেখেছে। এ ধরনের কিছু ধরা পড়লে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী। ব্লাড ফ্লু এর আভাস ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।