নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
বিভিন্ন দাবির ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাঞ্জাবের রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটি। পশ্চিম জেলাশাসক মারফত এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। আজ সংযুক্ত কিষান মোর্চার পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসকের কার্যালয়ে এই ডেপুটেশন প্রদান করেছেন।
এ বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর জানিয়েছেন, কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। কৃষকদের বহুদিনের দাবী দেওয়া নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সেগুলো সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে এই ডেপুটেশনের মাধ্যমে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাষ্ট্রপতি বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছে প্রতিনিধি দল।