ঘরের ভেতরে বিষধর সাপ, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৮ মার্চ:
রাজনগর বিধানসভার অন্তর্গত পুরান রাজবাড়ী থানার সংলগ্ন নেতাজী পাড়া এলাকার বিভাস চক্রবর্তীর নিজ বাড়িতে গতকাল রাত প্রায় ৯ টার দিকে একটি বিষধর কিং কোবরা সাপ প্রবেশ করায় পরিবারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ করেই সাপটিকে দেখে বিভাস চক্রবর্তীর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে রাতের আঁধারে সাপটি লুকিয়ে যায়, যার ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

এরপর শুক্রবার সকালে পুনরায় রাজনগরের বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় বন বিভাগের কর্মীরা সফলভাবে কিং কোবরা সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন বন বিভাগের কর্মী মাহি উদ্দিন এবং এফ.এফ.ডব্লিউ বাবুল দাস। প্রায় ১৫ ফুট লম্বা এই কিং কোবরা সাপটি উদ্ধার করার পর বন বিভাগের দলটি এটি তৃষ্ণা অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে দেয়। উদ্ধার অভিযানে মোট ৭-৮ জন বন বিভাগের কর্মী অংশ নেন।

এছাড়া তৃষ্ণা পেট্রোল স্টাফও এ অভিযানে সহযোগিতা করেন। তবে খাদ্যের সন্ধানে কিংবা বাসস্থান সংকটের কারণে লোকালয়ে প্রবেশ করেছে বলে বনদপ্তরের কর্মীদের অনুমান, সাধারণ মানুষের অভিমত অতিরিক্ত গরমের কারণে হয়তবা ঘরে প্রবেশ করছে বলে অনুমান। বন বিভাগ নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে যে, ভবিষ্যতে যদি কেউ তাদের বাড়িতে কিংবা আশপাশে কোনো বিষধর সাপ দেখতে পান। তাহলে আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগ বা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *