আগরতলা, ২৭ মার্চ : বৃহস্পতিবার দুপুরে আমতলী থানাধীন মতিনগর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কমলাসাগর মতিনগর ৯৮ নং গেইটের পাশের ভারতীয় সীমান্তে বসবাসকারী ৯০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার লক্ষ্যে সেকেরকোট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার, পুলিশ ও রায়েরমুড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা সেখানে উপস্থিত হন। এ সময় এলাকাবাসী তাদের প্রতিবাদ জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।
স্থানীয়দের অভিযোগ, ৯০টি পরিবার এখানে বসবাস করছে, এবং এই এলাকায় প্রচুর জায়গা রয়েছে। যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়, তাহলে আগে নোটিশ দেয়া উচিত ছিল এবং আমাদের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা কোন পূর্ব ঘোষণা ছাড়া আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসেন, যা আমাদের জন্য অগ্রহণযোগ্য।
তবে, প্রশাসন দাবি করেছে যে, তারা পূর্বেই একাধিকবার নোটিশ দিয়েছিলেন এবং অবৈধ বসতি স্থানান্তরের জন্য স্থানীয়দের নির্দেশনা প্রদান করেছিলেন। শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তর কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকলেও, এলাকার জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, স্থানীয়দের আরো দাবি, রমজান মাস শেষে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত ছিল। এর আগে, রাজ্যপাল ইন্দ্র সেনাদির নেতৃত্বে স্থানীয়দের কাছে কাঁটাতারের ওপারে বসবাসরতদের দ্রুত এপারে চলে আসার আহ্বান জানানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়া, এলাকাবাসীরা অভিযোগ করছেন যে, এইসব ব্যক্তিদের অধিকাংশেরই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এবং তারা ওইপারের বসতবাড়ি এবং বাণিজ্যিক সুবিধা হারাতে চায় না। এদিকে, মতিনগর এলাকায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার সাথে এই বিষয়টির সম্পর্ক রয়েছে বলেও স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।