মেয়ে ও বাবাকে খুন করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য আরা স্টেশনে

আরাহ, ২৬ মার্চ (হি.স.): বিহারের আরা রেল স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৬-১৭ বছর বয়সী এক নাবালিকা ও তাঁর বাবাকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হল এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এএসপি পরিচয় কুমার বলেছেন, “আরা রেলওয়ে স্টেশনের ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের ওভারব্রিজে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ২৩-২৪ বছর বয়সী এক যুবক, ১৬-১৭ বছর বয়সী একটি নাবালিকা ও তাঁর বাবাকে গুলি করে, তারপর সে নিজেও আত্মঘাতী হয়। তদন্ত শুরু হয়েছে।”

আরপিএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট প্রকাশ পান্ডা বলেন, “তিনজন মারা গিয়েছে। অভিযুক্ত, ২৪ বছর বয়সী অমন কুমার, ভোজপুরের বাসিন্দা, জিয়া কুমারী এবং তাঁর বাবা অনিল সিনহাকে গুলি করে হত্যা করেছে। পরে সে নিজেকে গুলি করে। আমরা তদন্ত করছি। আমরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করব। যদিও রেলস্টেশনে প্রায় ৪০টি ক্যামেরা আছে, আমরা ফুটওভার ব্রিজে কিছু স্থাপন করব। খুনের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *