আগরতলা, ২৬ মার্চ : খোয়াই বেলফাঙ এলাকায় ফের রাস্তায় বসে অবরোধ চালালেন স্কুলের মিড-ডে মিল কর্মীরা। তাদের দাবি, মিড-ডে মিলের কুক কাম হেল্পারদের বকেয়া বেতন দ্রুত প্রদান করা, ইচ্ছাকৃতভাবে মিড-ডে মিল কর্মীদের ছাটাই বন্ধ করা এবং নিয়মিত বেতন প্রদান করা।
অবরোধকারী মিড-ডে মিল কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তারা যে বেতন পাই, তাতে সংসার চালাতে অনেক কষ্ট হয়। তাই আমাদের বেতন বৃদ্ধি করা হোক। তারা আরও বলেন, তাদের এই দাবি না মানলে অবরোধ প্রত্যাহার করা হবে না।
স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি পূরণের জন্য আবেদন জানান তারা, এবং তারা আশাবাদী যে শীঘ্রই তাদের সমস্যা সমাধান হবে।