মুম্বই, ২৬ মার্চ (হি.স.): কৌতুক শিল্পী কুণাল কামরাকে ফের সমন পাঠালো মুম্বই পুলিশ। বুধবার মুম্বইয়ের খার পুলিশ কুণাল কামরাকে বিতর্কিত মন্তব্যের জন্য সমন পাঠিয়েছে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কুণাল কামরাকে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার কুণালকে সমন পাঠানো হল।
মুম্বই পুলিশ জানিয়েছে, বিতর্কিত মন্তব্যের মামলায় কৌতুক শিল্পী কুণাল কামরাকে দ্বিতীয়বার সমন জারি করেছে মুম্বইয়ের খার পুলিশ। কুণাল কামরা প্রথম সমন এড়িয়ে গিয়ে এক সপ্তাহের সময় চেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাবিট্যাট স্টুডিওর সাথে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।