উদয়পুর, ২৬ মার্চ: নেশা সামগ্রী সহ তিন যুবককে আটক করেছে এলাকাবাসী। রাজ্য সরকারের নেশা মুক্ত রাজ্য গড়ে তোলার উদ্যোগের মধ্যে, বুধবার উদয়পুর জগন্নাথ দীঘির উত্তর পাড়ে তিন যুবককে সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে, তাদের কাছ থেকে বেশ কিছু নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়।
এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে রাধা কিশোরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে থানায় নিয়ে যায়। এ সময়, উদ্ধার করা হয় একটি বাইক।
থানা সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে রয়েছেন উদয়পুর রাজারবাগ এলাকার রিকশাচালক জলিল মিয়া (৩৯), রয়েল হোসেন (২৫) এবং রাকেশ পাল (৩৪)। বর্তমানে তিনজনই পুলিশ হেফাজতে রয়েছেন।