জেল পুলিশ কর্মীকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী

বিশ্রামগঞ্জ, ২৫ মার্চ : মঙ্গলবার বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর এডিসি ভিলেজে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা, যা স্থানীয় জনগণের মধ্যে আগরতলা টাটা কালী বাড়ির ঘটনার পুনরাবৃত্তি হিসেবে আলোচিত হচ্ছে। অভিযুক্ত জেল পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরাকে তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন জনতার সামনে ধরে চুলে টানা হেঁচড়া করে এবং পায়ের জুতো দিয়ে পেটা করার পর পুলিশকে হস্তান্তর করেন।

জানা গেছে, শম্ভু ত্রিপুরা, যিনি বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত ছিলেন, রংমালা এডিসি ভিলেজের এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে শম্ভুর স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন রংমালা এডিসি ভিলেজ এলাকায় পৌঁছে শম্ভুকে ওই মহিলার সঙ্গে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন।

এরপর উত্তেজিত জনতা এবং শম্ভু ত্রিপুরার দ্বিতীয় স্ত্রী ওই বিবাহিত মহিলাকে চুলে টানা হেঁচড়া করে মারধর করতে থাকেন, ফলে মহিলা মাটিতে পড়ে যান। অন্যদিকে, শম্ভু ত্রিপুরার প্রথম স্ত্রী নিজের পায়ের জুতো খুলে স্বামীকে তাকে জনতার সামনে জুতোপেটা করে, তারপর পুলিশের হাতে তুলে দেন।

এদিকে, বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোনরকম ভাবে উত্তেজিত জনতার সামনে থেকে অভিযুক্ত পুলিশ কর্মী সহ সেই মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। ঘটনাটিকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *