নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ:
জাতের পরিচয় প্রসঙ্গে উত্তাল বিধানসভা। সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন বাজেটের বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে। তখনই কোনো শাসক ও বিরোধীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। একসময় মন্ত্রী রতন লাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়।
মন্ত্রী রতন লাল নাথের বলা ‘কমিউনিস্টের জাত’ শব্দের আপত্তি জানান বিরোধী দলনেতা। পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার জাত তুলে কথা বলেছেন মন্ত্রী রতন লাল নাথ। এই অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা ভবন। যদিও মন্ত্রী রতন লাল নাথ জানান, তিনি কমিউনিস্টদের জাত প্রসঙ্গে কথা বলেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে শাসক – বিরোধী তর্কে উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা।