বিকশিত ভারত গড়তে গেলে বিশেষ ক্ষেত্রে আরো অর্থ বরাদ্দ প্রয়োজন: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ:
গত ২১ মার্চ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভাষণের মধ্য দিয়ে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। এদিন বাজেট প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে শুরুতেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিরোধী দলনেতা বলেন বিকশিত ভারত গড়ার যে কথা বলা হচ্ছে তা বাস্তবায়িত করতে হলে বিশেষ বিশেষ ক্ষেত্রে অধিক আর্থিক বরাদ্দ প্রয়োজন। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে অর্থ বরাদ্দ আরো বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন আমাদের দেশের টাকার দাম কমে যাওয়ায় এক লক্ষ বারো হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগ কমে গেছে্। তিনি বলেন নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের ৩৫% মহিলা ব্যাংক থেকে সোনার বিনিময়ে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। মানুষ সর্বস্ব খোয়াচ্ছে। অর্থনীতি ভালো চলছে না। এম এন রেগায় বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কতজন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। শিক্ষক নিয়োগ হচ্ছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কলেজে ফ্যাকাল্টি নেই। যেসব আইকনিক প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে সেগুলো কবে কার্যকর হবে সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

রাজ্যে এইমস কবে হবে, ধলাই জেলায় মেডিকেল কলেজ কবে তৈরি হবে এবারের বাজেটে এসবের কোন উল্লেখ নেই কেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যে হেলথ হাব তৈরির কথা বলছে সরকার। একটি কিডনি ও একটি হার্ট প্রতিস্থাপন করলেই জনস্বাস্থ্য উন্নয়ন হয় না বলে তিনি উল্লেখ করেন। এসব বিষয়গুলিকে আরো স্বাস্থ্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *