আগরতলা, ২৪ মার্চ : বর্তমানে ১,০০০ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। তাতে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষন রাখা হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তথ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত রাজ্যের আরক্ষা প্রশাসনে বর্তমানে একাধিক শূন্যপদ রয়েছে বলে জানা গেছে। ১ মার্চ ২০২৫ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন স্তরে শূন্যপদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে ৩৩% সংরক্ষণ নীতি অনুসারে নিয়োগ প্রক্রিয়া চলছে। বর্তমানে ১,০০০ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। যেখানে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।