স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত ঠিকাদারি সংস্থাকে ক্ষতিপূরণ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ

আগরতলা, ২৪ মার্চ : রাজ্যে টিসিএ’র তত্ত্বাবধানে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত বহিঃরাজ্যের ঠিকাদারি সংস্থাকে ২৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বলে খবরে প্রকাশ। এ-বিষয়ে আজ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শূণ্যকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ একটি স্বয়ং শাসিত সংস্থা। তাই টিসিএ-র কোনো বিষয়ে রাজ্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি, এবিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তারপরও তিনি আদালত থেকে পুরো বিষয়টি খোঁজখবর নেবেন আশ্বাস দিয়েছেন।

এদিন বিধানসভা বাজেট অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দূর্নীতি নিয়ে
সরব হলেন। এদিন বিধায়ক শ্রী বর্মণ বলেন, ২০২৩ সালে এমবিবি স্টেডিয়াম এবং নির্মাণাধীন নরসিংহগড় আন্তর্জাতিক গ্রাউন্ডের ফ্লাডলাইটে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এসআইটি গঠন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই কমিটির তথ্য প্রকাশ করা হয়নি।

কিন্তু গতকাল উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ওই মামলার নিষ্পত্তির চেষ্টা করেছেন। ওই মামলায় টিসিএ-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত বহিঃরাজ্যের ঠিকেদার সংস্থাকে ২৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম লোধ। খবরে প্রকাশ সোমবার বিচারপতি অরিন্দম লোধ অবসরে গিয়েছেন। তাই আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে ওই ঠিকেদার সংস্থাকে তড়িঘড়ি টাকা না দেওয়ার জন্য আবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি, ওই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তিনি। এদিন এর জবাবে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ একটি স্বয়ং শাসিত সংস্থা। তাই এবিষয়ে টিসিএ-র কোনো বিষয়ে রাজ্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি, এবিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আদালত থেকে পুরো বিষয়টি খোঁজখবর নেবেন আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *