নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ভারত মাতার বীর সন্তান শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আমাদের দেশ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করছে। স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তাঁদের নির্ভীক সাধনা আমাদের সকলকে অনুপ্রাণিত করে।”
অপর একটি টুইটে রামমনোহর লোহিয়াকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। টুইটে লিখেছেন, “ডঃ রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। একজন দূরদর্শী নেতা, স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক ন্যায়বিচারের প্রতীক, তিনি সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন এবং একটি শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।”
—————