ত্রিপুরায় প্রায় ৪০ ভাগ ওবিসি জনসংখ্যা, অধিকাংশই বঞ্চিত সুযোগ সুবিধা থেকে : পবিত্র কর

আগরতলা, ২৩ মার্চ: ত্রিপুরায় প্রায় ৪০ শতাংশ ওবিসি জনসংখ্যা রয়েছে, তবে তাদের আর্থ-সামাজিক অবস্থা সকলের সমান নয়। বেশিরভাগ ওবিসি জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের অধিকার আদায়ের সংগ্রাম এখনও অব্যাহত। এই সংগ্রামের অংশ হিসেবেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

তিনি আরও বলেন, ওবিসি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করতে হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।

আজ ওবিসি এসসি এন্ড মাইনরিটিজ মঞ্চ-এর উদ্যোগে এক বিশাল ওবিসি কনভেনশন এবং ওবিসি ব্যক্তিদের সম্মাননা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

এছাড়া, পবিত্র কর বলেন,বাম সরকারের সময়ে ওবিসি সংরক্ষণ কার্যকর হয়নি, তবে এখন বিজেপি সরকারের কাছে দাবি, রাজ্যে ওবিসি সংরক্ষণ আইন কার্যকর করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *