নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ মার্চ:
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন, পৌর পরিষদ এলাকার দুই নম্বর ওয়ার্ডের পাল পাড়া এলাকায় নির্মিত হচ্ছে ফুট ব্রিজ। আজ এই ব্রিজের কাজ পরিদর্শনে গেছেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশির আবহ গোটা এলাকায়। ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা বিধায়িকাকে। এ ফুট ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। তবে দীর্ঘ বাম আমল পেরিয়ে বর্তমান বিজেপি আমলে এই ব্রিজের নির্মাণের কাজ সম্পূর্ণ হচ্ছে। এর ফলে ভোগান্তি কমবে এলাকার জনগণের।
উল্লেখ্য, ২০০৮ সালে, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন, পৌর পরিষদ এলাকার দুই নম্বর ওয়ার্ডের পাল পাড়া বসবাসকারীদের দুশ্চিন্তার অন্ত ছিল না। বিশেষ করে বর্ষাকালে তো রাতে ঘুম হওয়াটাই ছিল যেন অস্বাভাবিক। কারণটি ছিল পাশেই খোয়াই নদী। বর্ষাকালে খোয়াই নদীর জল উচ্ছ্বাসে পার ভাঙতে ভাঙতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেন পালপাড়াটিই নদী গর্বে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই সময় রাজ্যে সিপিএমের নেতৃত্বে দিন বামফ্রন্ট সরকার। পালপাড়ার অধিকাংশ মানুষই সেই সময় সিপিএম এর সমর্থক ছিল। সম্মিলিতভাবে দাবি উঠেছিল বোল্ডার দিয়ে নদীর পার বাঁধিয়ে দেওয়ার জন্য।
দাবিটি দীর্ঘদিন ধরে করে এসেছিল। গুরুত্ব দেয়নি সিপিএম নেতৃবৃন্দরা। দাবি আদায়ের লক্ষ্যে সেই সময়ে স্থানীয় ওয়ার্ড বাসিরা তেলিয়ামুড়া – খোয়াই সড়ক অবরোধ করে। তৎকালীন তেলিয়ামুড়া থানার ওসি অশোক পাল অবরোধকারীদের ব্যাপক লাঠিপেটা করে। ক্ষুব্ধ স্থানীয় বাসীরা ঐদিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আহত হয়েছিলেন স্বয়ং ওসি অশোক পাল। তারপরেও দুই নম্বর ওয়ার্ডবাসীদের মূল দাবিটি পূরণ হয়নি দীর্ঘদিন। ২০১৮ সালে বিজেপি শাসন ক্ষমতায় আসার পর তেলিয়ামুড়ার পৌরপরিষদ এলাকার দুই নম্বর ওয়ার্ড বাসীদের নিকট বিজেপি সরকার যেন কল্পতরু। গত ৭ বছরে এই এলাকার মানুষদের প্রতিটি দাবির প্রতি এলাকার বিধায়িকা সহমত পোষণ করেন এবং দাবিগুলোও পূরণ করে দিয়েছেন। নদী ভাঙ্গন রোধে বোল্ডার দিয়ে পার বাধিয়ে দেওয়াতে পুরো পালপাড়াটি সুরক্ষিত। আগের মত আর বর্ষাকালে রাত জেগে থাকতে হয় না।
দীর্ঘদিনের এই দাবিটি পূরণ হওয়ার পর এই এলাকার মানুষেরা বিধায়িকা কল্যাণী সাহা রায় এর কাছে দাবী করেছিলেন , পালপাড়া এবং আনন্দমার্গ স্কুলের দিকে খোয়াই নদীর পার্শ্ববর্তী ছড়া তে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য। স্থানীয় বাসীদের এই দাবিটি প্রতি ও বিধায়িকা শ্রীমতি রায় সহমত পোষণ করেন এবং ফুট ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেন। এক কোটি টাকা ব্যায়ে খোয়াই নদীর পার্শ্ববর্তী ছড়াতে ফুট ব্রিজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
এই ফুট নির্মাণ কাজ শেষ হয়ে গেলে শুধুমাত্র দুই নম্বর ওয়ার্ডের পালপাড়াই না, তার পার্শ্ববর্তী এক নম্বর ওয়ার্ডের বাসিই না, ইচার বিল, তৃষাবাড়ি মোহরছড়া এলাকার মানুষদেরও তেলিয়ামুড়া বাজারের সাথে তিন কিলোমিটার দূরত্ব কমে যাবে। স্বাভাবিকভাবেই বলা যায় তেলিয়ামুরা পৌর পরিষদ এলাকার দুই নম্বর ওয়ার্ডবাসীদের কাছে বিজেপি সরকার যেন কল্পতরু। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাউন্সিলর নীতিন কুমার সাহা, মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মন্ডল নেতৃত্ব নন্দন রায় দের সঙ্গে নিয়ে দুই নম্বর ওয়ার্ড এবং পালপাড়া এলাকাতে আজ নির্মীয়মান ফুট ব্রিজের কাজের অগ্রগতির খবরাখবর নেন। স্থানীয় ওয়ার্ড বাসিরা বিধায়ি কাকে ফুড ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
——