আগরতলা, ২৩ মার্চ: রবিবার আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে ৬৫ লক্ষ টাকার ব্যয়ে বাজার সেডের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের বিধায়ক এবং মেয়র দীপক মজুমদার।
এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম দলের সভায় দুষ্কৃতী হামলার বিষয়ে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, সিপিআইএম দলের উপর হামলা তাদের পূর্ববর্তী সমর্থকরাই করেছে। এটি তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলস্বরূপ। এটি গোষ্ঠী সংঘর্ষের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।
তিনি আরো বলেন, সিপিআইএম এর দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারূপ করছে। মূলত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।