বেগুসরাই, ২৩ মার্চ (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে বেগুসরাই জেলায় একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও ৫ জন আহত হয়েছেন। এসডিপিও সুবোধ কুমার বলেছেন, “কিছু যাত্রী একটি বিয়ে থেকে ফিরছিলেন। ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে, এবং দুর্ঘটনায় চারজন মারা যান, আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজন বলেছেন, রবিবার ভোররাত ২টো নাগাদ বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসছিলেন এবং ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে দুর্ঘটনা ঘটেছে… দুর্ঘটনাটি ভোর ৩.৫০ মিনিটে ঘটেছে বলে জানা গিয়েছে।”
—————