নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
ভগৎ সিং- র শহীদান দিবস উপলক্ষে এআইডিএসও-র উদ্যোগে আগরতলা বটতলা এলাকায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এই দিন বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং- র শহীদান দিবস উপলক্ষে আজ রাজধানী আগরতলা শহরে এআইডিএসও-র উদ্যোগে এক বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয়। রেলি শুরুর আগে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন ভগৎ সিং। ভগৎ সিং এর জীবন আদর্শ সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি তারা আহ্বান জানান।
______