নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন ও সিআইটিইউ-এর যৌথ উদ্যোগে স্টুডেন্টস হেল্থ হোমে এক সেমিনারের আয়োজন করা হয়।
ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন ও সিআইট ইউ-এর যৌথ আহ্বানে বিদ্যুৎ বেসরকারিকরণ বন্ধ করা, স্মার্ট মিটার (ইলেকট্রনিক), বিদ্যুৎ নিগমের সকল অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে স্টুডেন্টস হেল্থ হোমে রবিবার আয়োজিত হয় এক সেমিনারের। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব মানিক দে, শংকর দত্ত, সুব্রত গাঙ্গুলী, রণবীর রায়সহ অন্যান্যরা।
______