কৈলাসহর, ২২ মার্চ : আজ কৈলাসহর জেলা কংগ্রেস অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজীৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, যুব কংগ্রেস নেতা অভিজিৎ শীল, পঞ্চায়েত সদস্য কল্পনা দাস এবং কংগ্রেস নেত্রী রিনা মহিষ্যদাস।
সাংবাদিক সম্মেলনে মূলত টেন্ডারের বিষয়ে আলোচনা করা হয়। বিধায়ক বিরজীৎ সিনহা জানান, কয়েকদিন আগে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু টেন্ডার হয়েছে, তবে বেশ কিছু কাজ এখনও শুরু হয়নি। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন যে, যারা কাজ শুরু করেনি, তারা যেন দ্রুত কাজ শুরু করে এবং কাজের মানে কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য। তিনি আরও দাবি করেন, প্রতিটি কাজে দপ্তরের ইঞ্জিনিয়াররা যেন নিয়মিত পরিদর্শন করেন।
বিধায়ক আরও জানান, কিছুদিন আগে বন্যা নিয়ন্ত্রণ অফিসের সামনে একটি বাইক পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। জলাই এলাকায় ঠিকাদারদের কাজের সাইটে আসতে দেওয়া হচ্ছিল না এবং তাদের ভয় ভীতি দেখানো হচ্ছিল। এই বিষয়ে বিধায়ক প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, ঠিকাদারদের কাজের সাইট দেওয়া হোক এবং বন্যার পূর্বে সমস্ত কাজ সম্পন্ন করা হোক। তিনি জানান, জলাই এলাকার জনগণও এই বিষয়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে লিখিত আবেদন করেছেন।
আজকের সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজীৎ সিনহা বলেন, যারা কাজ পেয়েছেন, তাদেরকে দ্রুত কাজের সাইট দেওয়া উচিত এবং যারা কাজ করছেন, তাদের কাজের গুণগতমান ঠিক রাখতে প্রশাসনকে নজর রাখতে হবে।