রোমান হরফ ইস্যুতে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধ অব্যাহত, জনগণের চরম ভোগান্তি

আগরতলা, ২২ মার্চ : ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে টিআইএসএফ-এর নেতৃত্বে সারা রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই অবরোধে রাজ্যের বিভিন্ন স্থানেই চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা অগ্রাহ্য করে দলের কর্মীরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এই অবরোধের ফলে সাধারণ জনগণকে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন। তেলিয়ামুড়ায় পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যার ফলে চালকরা দুশ্চিন্তায় আছেন। এছাড়া, অবরোধের কারণে অ্যাম্বুলেন্সও আটকে পড়েছে, যার ফলে চিকিৎসা সেবা নিতে যাওয়া রোগীরা বিপদে পড়ছেন।

শনিবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ অব্যাহত রয়েছে, বিশেষ করে বড়মুড়া ও বিশ্রামগঞ্জে। বিশ্রামগঞ্জে সোনামুড়া থেকে বাস চালকরা আগরতলার দিকে যেতে না পারায় যাত্রীদের দুর্ভোগ আরো বাড়ছে। সাধারণ জনগণ ও অফিস কর্মচারীরা দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে আছেন। পুলিশের উপস্থিতিতে বিশ্রামগঞ্জে ইট ও গাছের লগ দিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করা হয়, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয়।

এদিকে, অবরোধের কারণে তেলিয়ামুড়া পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী গাড়ির সারি দেখা যাচ্ছে, যার মধ্যে অনেক পচনশীল সামগ্রী রয়েছে, ফলে চালকরা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন। বড়মুড়া থেকে তেলিয়ামুড়ার দূরত্ব ২১ কিলোমিটার, অথচ ওই এলাকায় আটকে থাকা গাড়িগুলোর কারণে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

এদিকে, তিপ্রা মথা দলের এই অবরোধ কর্মসূচি জনগণের জন্য এক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে, যাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তবে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা জনমনে হতাশা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *