নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) বাস্তবায়নের জন্য সংসদ বিষয়ক মন্ত্রক ও দিল্লি সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দিল্লি বিধানসভা ডিজিটাল শাসনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শনিবার নতুন দিল্লিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
নোটিশ জমা দেওয়া, মন্ত্রী পর্যায়ের উত্তর, সভার কাজ, আলোচনা, কমিটির প্রতিবেদন এবং একটি ডিজিটাল লাইব্রেরির প্রাপ্যতা সহ সমস্ত বিধানসভার জন্য নেভা একটি ঐক্যবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে যোগদানকারী দিল্লি ২৮-তম বিধানসভা হয়ে উঠেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিরেন রিজিজু বলেন, এটি দিল্লির জনগণের পাশাপাশি জাতীয় রাজধানীর বিধায়কদের জন্যও উপকারী হবে। দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্ত বলেন, বিধানসভা কাগজবিহীন হয়ে যাবে এবং ১০০ দিনের মধ্যে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করা হবে।