জল সংরক্ষণ প্রাচীন ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ : মুখ্যমন্ত্রী সাইনি

পাঁচকুলা, ২২ মার্চ (হি.স.): বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের ওপর বিশেষ জোর দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি বলেছেন, “জল সংরক্ষণ আমাদের প্রাচীন ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। পূর্ববর্তী সময়ে, আমরা সাবধানে প্রতিটি জলের ফোঁটা সংরক্ষণ করেছিলাম। আমি সকলকে সেই অভ্যাসগুলি পুনরুজ্জীবিত করার জন্য অনুরোধ করছি। যখন আমরা কূপ থেকে জল তুলতাম, তখন আমরা যতটা প্রয়োজন ততটাই জল নিতাম।” ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণের অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী সাইনি।

বিশ্ব জল দিবস উপলক্ষ্যে শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের নেতৃত্বে হরিয়ানা থেকে “জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন-২০২৫” অভিযানের সূচনা হয়। মুখ্যমন্ত্রী সাইনি এদিন বলেছেন, আমি কৃষক ভাইদের ধন্যবাদ জানাই যারা জল সংরক্ষণে তাদের অমূল্য অবদান রেখেছেন। তিনি জানান, হরিয়ানায় জল সংরক্ষণের জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন প্রকল্প পরিচালনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *