নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। শুক্রবার সম্বিত পাত্র বলেছেন, রাহুল গান্ধী কোনও সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অযোগ্য। কর্ণাটক সরকারের চুক্তিতে ৪ শতাংশ সংখ্যালঘু কোটা অনুমোদনের বিষয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “রাহুল গান্ধীর পরামর্শ এবং সহায়তায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ওবিসিদের জন্য প্রাপ্য সংরক্ষণটি খেয়ে ফেলেছেন। এটি কেবল অসাংবিধানিকই নয়, দুঃসাহসিকও।”
সম্বিত পাত্র বলেছেন, “এটি তোষণের চরম, রাহুল গান্ধী একটি সুষ্ঠু রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অযোগ্য। তিনি রাজনৈতিকভাবে অযোগ্য এবং তোষণের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।”