অগ্নিদগ্ধা নাবালিকা, মুখ্যমন্ত্রীর নির্দেশে চিকিৎসা ও স্বামী গ্রেফতার

কল্যাণপুর, ২১ মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সরকারের হস্তক্ষেপে কল্যাণপুরের দাউছড়ায় নাবালিকা স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার হল বিকাশ দেবনাথ। তার বিরুদ্ধে অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে সে তার নাবালিকা স্ত্রী অর্পিতা আচার্য্যকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে।

জানা গেছে, প্রায় আড়াই-তিন বছর আগে ভালোবেসে আগরতলার প্রতাপগর থেকে পালিয়ে বিয়ে করে অর্পিতা আচার্য্য এবং কল্যাণপুরের দাউছড়ার বিকাশ দেবনাথ। প্রথমে তাদের সংসার ভালই চলছিল, তবে কিছুদিন পরেই নাবালিকা গৃহবধূ অর্পিতার অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে প্রায় দেড় বছর আগে তার স্বামী তাকে আগুনে পুড়িয়ে দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার বাবা, অভিজিৎ আচার্য্য, আর্থিক সঙ্কটের কারণে মেয়ের চিকিৎসা শেষ করাতে পারেননি। এই সময় থেকে অর্পিতা তার কন্যা সন্তান নিয়ে তার বাপের বাড়ি প্রতাপগরে চলে যান।

বৃহস্পতিবার, অর্পিতা তার শিশুকন্যাকে কোলে নিয়ে আগরতলার লক্ষী নারায়ণ বাড়ীর সামনে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শুয়ে পড়েন। তার দাবি ছিল, তার চিকিৎসা এবং স্বামীর শাস্তি। মুখ্যমন্ত্রী এই খবর পেয়ে দ্রুত সাড়া দেন। ঘটনাস্থলে পৌঁছান পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায় এবং পুলিশের অন্যান্য সদস্যরা। রানা চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে অর্পিতাকে তার বাপের বাড়ি পাঠানো হয় এবং বিকেলে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, অর্পিতার মা জানান, জিবি হাসপাতালে তার মেয়ের যথাযথ চিকিৎসা হচ্ছে না এবং সেলাইন দিয়ে তাকে ফেলে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও চিকিৎসা সঠিকভাবে হচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার কল্যাণপুর থানার সামনে দাউছড়া গ্রামবাসীরা একটি প্রতিবাদ ও ধর্ণায় বসেন। তাদের দাবি, অর্পিতা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নাটক করেছে এবং আগুন লেগেছে অসাবধানতার কারণে। তারা দাবি করেন, বিকাশ দেবনাথ নির্দোষ এবং তাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। তারা এই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযুক্ত বিকাশের মুক্তি দাবি করেন।

এদিকে, কল্যাণপুর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৮৫ এবং ১০৯ ধারায় বিকাশ দেবনাথকে গ্রেফতার করে খোয়াই আদালতে পাঠিয়েছে। অর্পিতার বাবা গত ১৬ মার্চ আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন জানিয়েছেন, কল্যাণপুর থানায় একটি জিরো এফআইআর রেজিস্টার করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *