আগরতলা, ২০ মার্চ : বিশ্রামগঞ্জ বাজারে সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গেছে দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন ছুটে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন। কিন্তু দোকানে যাওয়ার রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইঞ্জিন। আগুনের লেলিহান গ্রাস করে নিলো পুরো দোকান ঘরটি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর ঘটনাস্থলে জড়ো হয়। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। সরকারি ন্যায্য মূল্য দোকানটির নাম আমতলী রেশন দোকান নাম্বার ১। ডিলারের নাম বিপ্লব দত্ত।
2025-03-20