ধর্মনগরে পথচারীর মৃত্যু, মানবিকতা প্রশ্নচিহ্নের মুখে

ধর্মনগর, ২০ মার্চ : আবারো শতাধিক জনগণের অমানবিকতার পরিচয়, মানবিকতার অভাবে রাস্তাতে অসুস্থ অবস্থাতে পড়ে থেকেই মৃত্যু হল এক ব্যক্তির।

ঘটনা সম্পর্কে জানা যায়, ধর্মনগর বাজারে বিবেকানন্দ রোডে এক ব্যক্তি মাথা ঘুরিয়ে পড়ে যায়। প্রায় এক ঘন্টা যাবত একটি জুয়েলারি দোকানের সামনে পড়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি, এমনই অভিযোগ। দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকলের ছোট গাড়িটি অফিসের কাজে বাইরে থাকার দরুন বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। একদিকে রাস্তায় কোন এক অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বানানোর কাজ চলার ফলে গাড়িটি আবারও ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে বাজারের প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু বড় গাড়ি হবার কারণে বাজারে প্রবেশ করতে পারেনি। অনেকটা জায়গায় হেঁটে হেঁটে গিয়ে দমকল কর্মীরা পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে বলে জানায় দমকল কর্মী। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম শেখর পাল(৫৫), বাড়ি ধর্মনগর মহকুমার মনতলায়। কিন্তু এই মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে জনগণের মধ্যে। প্রথমত, বাজারে মধ্যে বিবেকানন্দ রোডে লোকটি পড়েছিল একটি দোকানের সামনে। দীর্ঘ সময় পড়ে থাকলেও শতাধিক জনগণ সামনে দিয়ে আসা-যাওয়া করছিল। সবাই ফটো তুলতে ব্যস্ত বলে অভিযোগ করলেন মৃত ব্যক্তির স্ত্রী। কোন সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে ওই ব্যক্তিকে সাহায্য করেনি। হয়তোবা সঠিক সময়ে নিয়ে আসলে বাঁচানো যেত ওই ব্যক্তিকে।

একে দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। অপরদিকে স্থানীয় মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই ওই ব্যক্তির আজ মৃত্যু হল। যদি সঠিক সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হতো, তাহলে হয়তো ওই ব্যক্তির প্রাণ রক্ষা করা সম্ভব হতো আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *