কলকাতা, ২০ মার্চ (হি.স.) : বিধানসভার চলতি অধিবেশনে বৃহস্পতিবার সূচনা পর্বে বিজেপি সরব। বারুইপুরের ঘটনা নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে শোরগোল বাধে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে বারুইপুর ইস্যুতে সরকার পক্ষের বিবৃতি দাবি করা হয়। অধ্যক্ষের পদত্যাগও দাবি করা হয়।কালো পতাকা দেখানো হতে থাকে সভায়। এতে আমল দেয়নি সরকার পক্ষ, চলতে থাকে কার্যক্রম। এই ভাবে বেশ কিছুক্ষণ ধরে চলে শোরগোল। ওয়াকআউট করে বিজেপি।
2025-03-20