আগরতলায় অত্যাচার, তিন ঘন্টার অবরোধ খোয়াইয়ে

আগরতলা, ২০ মার্চ : চারদিন আগে আগরতলা রাধারনগর স্ট্যান্ডে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। এরই প্রতিবাদে আজ ছোট গাড়ি চালকরা খোয়াই ধলাবিল এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে খোয়াই থানার পুলিশ। শেষে বিএমএসের নেতৃত্বরা ওই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় গাড়ি চালকরা।

অভিযোগ, গত চারদিন আগে আগরতলা রাধারনগর স্ট্যান্ডে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর ও টাকা ছিনতাইয় করা হয়। তাই সুষ্ঠ বিচারের দাবী নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খোয়াই ধলাবিল জাতীয় সড়কের উপর আক্রান্ত বিএমএসের সকল ব্যক্তিগত গাড়ির শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। যান চালকদের সরাসরি অভিযোগ, আগরতলা রাধানগর স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা খোয়াইয়ের ছোট গাড়ি চালকদের প্রতিনিয়ত হুমকী এবং এর ছোট গাড়ির চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললেই বেশ কয়েক ছোট গাড়ি চালকদের মারধর করে।

এদিকে, ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে খোয়াই থানার পুলিশ এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। বিএমএসের নেতৃত্বরা ওই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় গাড়ি চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *