শ্রীনগর, ২০ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ জন পর্যটক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে কুলগাম জেলার কাজিগুন্দের নিপোরা এলাকায়। আহতদের অনন্তনাগের জিএমসি-তে ভর্তি করা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। একটি টেম্পো ট্রাভেলার জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে নিপোরা পাওয়ার গ্রিড স্টেশনের কাছে ডিভাইডারে ধাক্কা মারে টেম্পো ট্রাভেলারটি।
এই দুর্ঘটনায় ৯ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের নাম – রাজস্থানের বাসিন্দা বিক্রম, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অবলা কৃষ্ণ চৈতন্য, উত্তর প্রদেশের বাসিন্দা আফতাব, মুম্বইয়ের বাসিন্দা শানবা, রাজস্থানের বাসিন্দা খোটা, মুম্বইয়ের বাসিন্দা রামলাল, মুম্বইয়ের বাসিন্দা বিবেক কুমার, মুম্বইয়ের বাসিন্দা অনিল কুমার এবং রাজস্থানের বাসিন্দা রাহুল।