নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আগরতলা আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে মহাকুম্ভ গঙ্গা যমুনা-সরস্বতী নদীর সঙ্গম স্থল থেকে আনা জল সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো।
১৪৪ বছর পরে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা। আর সেখান থেকে পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা বিভিন্ন কারণে, অথবা আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেননি তাদের জন্য এই পবিত্র অমৃতজল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তা বিতরণ করা হয়েছে। পশ্চিম জেলার উদ্যোগে আগরতলা আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পূজা-অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয় এই মহাকুম্বের অমৃত জল।