কৈলাসহর, ১৬ মার্চ: কৈলাসহর প্রেসক্লাবে আজ প্রয়াত ধূর্জটী প্রসাদ দেবের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে প্রয়াত ধূর্জটী প্রসাদ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ব্যক্তিরা তার অবদানের প্রশংসা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।