দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন

আগরতলা, ১৫ মার্চ: কৈলাসহর জলাই এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুজন।বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জলাই গ্রাম পঞ্চায়েতের জিআরএস গৌরমনি মাহিষ্য দাসের বাইকে করে স্ত্রী পূর্ণিমা শীলকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পূর্ণিমা শীল গৌরনগর আবহমান সিএলএফের একজন সদস্যা। তাঁর প্রশিক্ষণ ছিল ওই এলাকায়। উনার স্বামী তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার পর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। কুমারঘাট এর দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক কৈলাশহরের উদ্দেশ্যে আসছিল। এই দুটি বাইকের মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ হয়। কুমারঘাটের দিক থেকে আসা বাইকটির মধ্যে তিনজন ছিল। মুখোমুখি সংঘর্ষ ঘটার ফলে বাইক থেকে ছিটকে সবাই রাস্তার মধ্যে উল্টে পড়ে যান। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটার ফলে গৌরমনি মাহিষ্য দাস গুরুতরভাবে জখম হন।

পাশাপাশি অপর বাইকে থাকা তিন জনের মধ্যে দুজন আহত হয়। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি, গৌরমনি মাহিষ্য দাসের স্ত্রী পূর্ণিমা দাস আহত হন। এই দুর্ঘটনা ঘটার ফলে সর্বমোট চারজন আহত হন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে জড়ো হয় স্থানীয়রা। পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি এই ঘটনা শোনার পর গৌরনগর আবহমান সিএলএফের কর্মীরা জেলা হাসপাতালে ছুটে যান এবং আহত পূর্ণিমা শীলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উনারা আর্থিকভাবে তাকে সাহায্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *