হোলি সমাজকে ঐক্যের বার্তা দেয় : নয়াব সিং সাইনি

চণ্ডীগড়, ১৪ মার্চ (হি.স.) : হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, হোলি উৎসব সমাজকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করার বার্তা দেয়। এই পবিত্র উৎসবে হোলিকা দহনের আগুনে সমাজের সমস্ত খারাপ জিনিস নষ্ট হয় এবং হোলির রংয়ের মতো সমাজ আনন্দে ভরে ওঠে।

বৃহস্পতিবার রাতে কুরুক্ষেত্রের লাডভায় আয়োজিত হোলি উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীর সঙ্গে ফুলের হোলি খেলেন এবং শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বলেন, হোলি এমন উৎসব যেখানে মানুষ জাতি-ধর্ম-বর্ণ ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একে অপরকে রং মাখায়, যার ফলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে।

তিনি আরও বলেন, হোলি উপলক্ষে প্রত্যেকের শপথ নেওয়া উচিত যে পরিচ্ছন্নতা বজায়, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক রং দিয়ে হোলি খেলা এবং জল সংরক্ষণে জোর দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *