নয়াদিল্লি, ১২ মার্চ : আজ লোকসভায় খনিজ সম্পদের ক্ষণ নিলাম ব্যবস্থার পর রাজ্যগুলির লাভ এবং এর থেকে তৈরী হওয়া কর্মসংস্থান সহ অন্যান্য সুবিধা সম্পর্কে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডির দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এর জবাবে সাংসদে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খনিজ সম্পদে আমূল পরিবর্তন এনেছেন। খনিজ সম্পদের ক্ষণ নিলাম ব্যবস্থার পর দেশের প্রত্যেক রাজ্যগুলি আর্থিকভাবে লাভবান হয়। তাতে, বেসরকারি কোম্পানি, রাজ্য সরকার সহ একাধিক ক্ষেত্রে ওই অর্থ দেওয়া হয়ে থাকে। তাছাড়া, নরেন্দ্র মোদী মসনদে বসার পর খনিজ সম্পদের ক্ষণ নিলাম ব্যবস্থায় প্রত্যেক রাজ্যগুলিকে ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব প্রদান করা হয়েছে, বলে দাবি করেন তিনি।