উদয়পুর, ১২ মার্চ : উদয়পুর মহকুমার কিল্লা-বাগমা বিধানসভা অন্তর্গত পশ্চিম কুপিলং এলাকায় সরকারি নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এলাকার জনগণ দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসছিল। অবশেষে, পূর্ত দপ্তর জনগণের দাবি মেনে পশ্চিম কুপিলং এলাকায় ড্রেন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করে এবং কাজটি দেওয়া হয় ঠিকাদার জয়ন্ত সাহাকে।
সরকারি দপ্তর থেকে ৪ হাজার ইট এবং ৫০ বস্তা সিমেন্ট সরবরাহ করা হয়। কিন্তু এরপর থেকে প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর নম: এসব সামগ্রী নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এলাকাবাসী এতে প্রতিবাদ জানায় এবং দাবি জানায় যে, সরকারি সামগ্রী রাস্তার ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে, এগুলো কারো বাড়িতে নিয়ে যাওয়া যায় না।
এমন পরিস্থিতিতে ঠিকাদার জয়ন্ত সাহা কাজ শুরু করে এবং কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত সামগ্রী সরকারি দপ্তরে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু গতকাল রাতে, ঠিকাদার জয়ন্ত সাহা নিজ বাড়ি যাওয়ার পথে প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর নম: তাকে প্রচণ্ড মারধর করেন। জয়ন্ত সাহার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তার মাথা এবং শরীরে ২৯টি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এই ঘটনা জানিয়ে কিল্লা থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ এখনো পর্যন্ত দীপঙ্কর নম:কে গ্রেপ্তার করতে পারেনি, ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনগণের দাবি, পুলিশ দ্রুতি দীপঙ্কর নম:কে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করুক।