অগ্নিদগ্ধা হয়ে গুরুতর আহত একই পরিবারের তিনজন সদস্য, মৃত্যু এক

বিলোনিয়া, ১১ মার্চ:- গতকাল রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারীর এলাকাবাসী। অগ্নিদগ্ধা হয়ে গুরুতর আহত হয়েছে একই পরিবারের তিনজন সদস্য। এর মধ্যে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্যুর হয়েছে। দমকলবাহিনীর প্রাথমিক ধারণা, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ দক্ষিণ কাশারী এলাকার সন্তোষ সরকারের বসত ঘরে আগুন। এলাকার পাড়া প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলোনিয়া দমকলবাহিনীতে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের দুইটি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পাশাপাশি ওই বাড়ির সদস্য সন্তোষ সরকার, স্ত্রী টুলু রানী সরকার, ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিন জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের প্রথমে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। আজ সকালে আহত তিনজনের মধ্য থেকে সন্তোষ সরকারের স্ত্রী টুলু রানি সরকার (৫০)মৃত্যু হয়। ওই ঘটনায় দক্ষিণ কাশারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *