আগরতলা, ১১ মার্চ : আজ প্রদেশ কংগ্রেসের ডাকে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে শহর আগরতলা ও ওরিয়েন্ট চৌমুহনীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক লড়াইকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের জমায়েতে সমর্থকরা দলে দলে যোগ দেন।
প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতা-নেত্রীরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও দিল্লি থেকে আগত সর্বভারতীয় সেবাদলের সভাপতি লালজি দেসাইও বক্তব্য রাখেন।
বক্তব্যে লালজি দেসাই বলেন, মোদী সরকার সংবিধানের অপমান করতে কখনো পিছপা হয় না। যেখানে সংবিধান দেশের জনগণকে অধিকার আদায়ের সুযোগ দিয়েছে, সেখানে বর্তমান সরকার তার বিরুদ্ধে কাজ করছে।
তিনি মোদী, আম্বানি ও আদানীর ‘মডেল’ প্রসঙ্গে বলেন, ত্রিপুরার জনগণকে সতর্ক থাকতে হবে। আম্বানি এবং আদানী একাধিপত্য বিস্তার করে চলেছেন, যা দেশ তথা রাজ্যের সাধারণ মানুষের জন্য হানিকর।
এদিনের জনসভায় উপস্থিত মানুষজন কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরকারের নির্যাতন ও সংবিধান বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।